মুক্তিযোদ্ধা সংসদ মহেশখালী উপজেলা কমান্ডারের একক প্যানেল ঘোষণা

 প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন   |   সারাদেশ

মুক্তিযোদ্ধা সংসদ মহেশখালী উপজেলা কমান্ডারের একক প্যানেল ঘোষণা


আসন্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ ইংরেজি উপলক্ষে মহেশখালী উপজেলা কমান্ডারের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে উপজেলা কমান্ডারের একক প্যানেলের তালিকা প্রকাশ করা হয়েছে।


উক্ত তালিকায় ছালেহ আহমদ'কে উপজেলা কমান্ডার ও মোঃ সলিমুল্লাহ খান'কে উপজেলা ডেপুটি কমান্ডার হিসেবে ঘোষণা করা হয়। ১১সদস্য বিশিষ্ট উক্ত প্যানেল তালিকায় সহকারী কমান্ডার (পুনর্বাসন, সমাজ কল্যাণ,শহিদ ও যুদ্ধাহত)পদে মোঃ ফোরকান বিএ, সহকারী কমান্ডার (তথ্য ও গবেষণা)পদে লিয়াকত আলী, সহকারী কমান্ডার (অর্থ)পদে ওছমান গণি, সহকারী কমান্ডার (ক্রীড়া ও সংস্কৃতি)পদে মোঃ ছালেহ আহমদ সামাদ, সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার)পদে সৈয়দ লকিতুল্লাহ, সহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ)পদে নাজির আহমদের নাম রয়েছে। এছাড়াও কার্যকরী সদস্য পদে এম.আজিজুর রহমান ও মীর কাসেমের নাম রয়েছে তালিকায়।


মঙ্গলবার (২১ মার্চ ২০২৩) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহেশখালী উপজেলার সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ ছালেহ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়।

সারাদেশ এর আরও খবর: