মুক্তিযোদ্ধা সংসদ মহেশখালী উপজেলা কমান্ডারের একক প্যানেল ঘোষণা
প্রকাশ: ২১ মার্চ ২০২৩, ১০:৩৪ অপরাহ্ন | সারাদেশ

আসন্ন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন ২০২২-২৩ ইংরেজি উপলক্ষে মহেশখালী উপজেলা কমান্ডারের সর্বসম্মত সিদ্ধান্তক্রমে উপজেলা কমান্ডারের একক প্যানেলের তালিকা প্রকাশ করা হয়েছে।
উক্ত তালিকায় ছালেহ আহমদ'কে উপজেলা কমান্ডার ও মোঃ সলিমুল্লাহ খান'কে উপজেলা ডেপুটি কমান্ডার হিসেবে ঘোষণা করা হয়। ১১সদস্য বিশিষ্ট উক্ত প্যানেল তালিকায় সহকারী কমান্ডার (পুনর্বাসন, সমাজ কল্যাণ,শহিদ ও যুদ্ধাহত)পদে মোঃ ফোরকান বিএ, সহকারী কমান্ডার (তথ্য ও গবেষণা)পদে লিয়াকত আলী, সহকারী কমান্ডার (অর্থ)পদে ওছমান গণি, সহকারী কমান্ডার (ক্রীড়া ও সংস্কৃতি)পদে মোঃ ছালেহ আহমদ সামাদ, সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার)পদে সৈয়দ লকিতুল্লাহ, সহকারী কমান্ডার (ত্রাণ ও সমাজকল্যাণ)পদে নাজির আহমদের নাম রয়েছে। এছাড়াও কার্যকরী সদস্য পদে এম.আজিজুর রহমান ও মীর কাসেমের নাম রয়েছে তালিকায়।
মঙ্গলবার (২১ মার্চ ২০২৩) বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ মহেশখালী উপজেলার সাবেক কমান্ডার আলহাজ্ব মোঃ ছালেহ আহমদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশিত হয়।